• আইন ও আদালত

    শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে নিয়োগ-পুলিশ সুপার নড়াইল

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:৫৮:০০ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে নিয়োগ- পুলিশ সুপার, নড়াইল। আজ ১৫ ফেব্রুয়ারি’২৪ (বৃহস্পতিবার) নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জানুয়ারি ২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসান) ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন

    শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে কনস্টেবল নিয়োগ। যোগ্য প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম অর্জন করাই হবে আমাদের লক্ষ্য। যোগ্য প্রার্থী যাচাই-বাছাই করনের লক্ষ্যে স্ব স্ব পুলিশ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের নির্দেশ প্রদান করেন। এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মো.দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ