• খুলনা বিভাগ

    লোহাগড়ায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৭:০৫:২৭ প্রিন্ট সংস্করণ

    মো:মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল লোহাগড়ার ২০২২-২৩ অর্থবছরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নড়াইল লোহাগড়া কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    বৃহাসপতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার ৩টি উপজেলার ১২৫ জন কৃষকদের মাঝে ৫ জন সেরা তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষককে পুরস্কার দেওয়া হয়।

    নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:আশফাকুল হক চৌধুরী।

    লোহাগড়া উপজেলার কৃষি কর্মকর্তা ফারাজানা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু,উপজেলা নিবার্হী কর্মকর্তা মো:আজগর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।

    অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তেল জাতীয় ফসল উৎপাদনে অবদান রাখার জন্য ৫ জন কৃষকের হাতে পুরস্কার তুলে দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ