• অর্থনীতি

    লালমাই’য়ে বসতবাড়িতে আগুন। ৫ লক্ষ টাকার ক্ষতি!

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২১ , ৩:১৫:২২ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লার লালমাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি মোটরসাইকেলসহ বসতবাড়ি পুড়ে ছাঁই।

    মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ৩ টা ১৫ মিনিটে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত পশ্চিম অশ্বথতলা গ্রামের আবুল বাহারের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাউছার মোর্শেদ জানান, হঠাৎ করেই ঠিক দুপুর ৩ টা ১৫ মিনিটের দিকে বাহারের বসতবাড়িতে আগুন লেগে যায়। বিকট শব্দে আগুন লাগার সাথে সাথেই ঘটনাস্থল থেকে আমি লাকসাম ফায়ার সার্ভিসকে কল করি। তাড়াহুড়ো করে এলাকাবাসীকে একসাথ করেই আমরা আগুন নিয়ন্ত্রণের কাজে নেমে পড়ি এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ৩০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

    এ বিষয়ে লালমাই থানার এসআই বলাই দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর শুনেই দ্রুত ঘটনাস্থলে যাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত। একটি বসতঘর ও একটি মোটরসাইকেলসহ ভুক্তভোগীর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ