• অর্থনীতি

    শেরপুরে খোলা বাজারে ওএমএস ও টিসিবি’র চাল বিক্রয় উদ্বোধন

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ২:১৪:২৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধ।

    “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিম্ন আয়ের মানুষের কল্যাণে,দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশের ন‍্যায় শেরপুর জেলায় খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম ওএমএস ও টিসিবি’র উপকারভোগীদের মাঝে শুরু হয়েছে।

    ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার পৌর শহরস্থ নবীনগর বাসস্ট্যান্ড (হাজির বাজার) সংলগ্ন ওএমএস ডিলার মো. আ: হাকিম এর দোকানে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

    এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক আব্দুলাহ আল মামুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    উল্লেখ্য, ওএমএস’র আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় করবেন। শেরপুর জেলার ১১০,০৬৯ জন টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে। প্রতি মাসে ৫ কেজি করে মাসে দুইবার টিসিবি’র উপকারভোগীগণ চাল ক্রয় করতে পারবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ