• জনপদ

    রাসেল ভাইপারের সাপ এর কামড়ে মৃত্যু

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ১০:২৮:২১ প্রিন্ট সংস্করণ

    মো রাকিব হোসেন-উপজেলা প্রতিনিধি:

    বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় ১৭-১৮ টি জেলায় ধান কাটতে গিয়ে অনেক কৃষক রাসেল’স ভাইপারের কামড়ের শিকার হচ্ছে। এই সাপ কামড়ানোর ৮০-৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃত্যু নিশ্চিত।

    এই সাপ এর কামড় থেকে রক্ষায় ধান কাটার একদিন আগে জমিতে ব্লিচিং পাউডার ছিটানো বা গামবুট ব্যাবহার করা জরুরি। তবে এ সাপ রেসকেউ করার চেয়ে মে*রে ফেলাই উত্তম। কারণ এটি একবারে ৪০-৫০ টি বাচ্চা প্রসব এর মাধ্যমে বংশবিস্তার করে৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ