• ধর্ম

    রমজানের শেষ ১০ দিনের গুরুত্ব-মুফতী আঃ কাদের কারিমী

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৯:৫৩:০৭ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ইসলাম ডেস্ক:

    মহান আল্লাহর অসিম দয়া যে তিনি আমাদের জীবনে আরও একটি রমজানুল মুবারক উপহার দিয়েছেন। আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহে ২০ রমজান শেষ হলেই শুরু হয় রমজানের শেষ দশক। এই শেষ দশটি দিনই হলো গোটা রমজানের নির্যাস।আল্লাহ তায়ালা এই দশটি দিন এমন ফজিলত ও বৈশিষ্ট্যমন্ডিত করেছেন যে, পুরো বছরে আর এমন দিন আসবে না।

    শেষ দশ দিনে রাসুল সাঃ এর অবস্থা –
    এমনিতেই রমজানুল মুবারকের পুরো মাসটাই রহমত ও বরকতপূর্ণ। এর প্রতিটি ঘন্টা প্রতিটি মুহুর্ত মুল্যবান।তবে নবী করীম সাঃ এর বর্ণনা অনুযায়ী রমজানের শেষ দশ দিন আল্লাহর ইবাদতের জন্য বিশেষ এক মৌসুম।

    হাদিস শরীফে এসেছে, যখন এই শেষ দশ দিন আরম্ভ হতো তখন নবী সাঃ এর অবস্থা এমন হতো, তিনি নিজের কোমর বেধে নিতেন।অর্থাৎ রাতভর ইবাদত করার জন্য প্রস্তুত হয়ে যেতেন এবং রাত জেগে জেগে কাটিয়ে দিতেন। আর নিজের পরিবারকে জাগাতেন।

    সাধারণ দিনগুলোতে ও নবী সাঃ প্রতিরাতে তাহাজ্জুদ নামায পড়তেন, যার রাকাআতগুলো হতো লম্বা লম্বা। কখনো তিনি অর্ধেক রাত এবং কখনো রাতের এক তৃতীয়াংশ তাহাজ্জুদে কাটিয়ে দিতেন। কিন্তু রমজান মাসের শেষ দশ দিনের ব্যাপারে হযরত আয়েশা রাঃ বলেন, এই রাতগুলোতে নবীজি সাঃ নিজের কেমর বেধে নিতেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ