• ময়মনসিংহ বিভাগ

    মুহূর্তেই শেষ টিসিবির পণ্য

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২২ , ৩:০৮:৫৭ প্রিন্ট সংস্করণ

    সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বিভিন্ন স্থানে সামান্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ( টিসিবি) সামান্য সাশ্রয়ী মূল্যের টিসিবি পণ্য পেতে টিসিবির ট্রাকে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ।

    জানা যায়, বুধবার সকাল ১১ টার সময় সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আমতলা মোড়ে ১১০ টাকা কেজি তেল, ৬৫ টাকা কেজি ডাল ও ৫৫ টাকা কেজি চিনি বিক্রি করে টিসিবির ডিলার মেসার্স মিলন এন্টারপ্রাইজ। তাদের পণ্য মুহুর্তেই শেষ হয়ে যায়। অনেকেই খালি হাতেই ফিরতে বাধ্য হয়প্যাকেজ নিতে আসা খালি হাতে ফিরে যাওয়া ব্যক্তিরা জানান, সকাল থেকে অপেক্ষার পর ১১ টার সময় গাড়ী এসে দাড়ালে মুহূর্তেই শেষ হয়ে যায়। তাই পণ্য না পেয়ে খালি হাতেই ফিরে যাচ্ছি।

    ডিলার মিলন মিয়া জানান, আমাকে মাত্র ৫ শত কেজি ডাউল, ৫ শত কেজি চিনি ও ৬ শত লিটার তেল দেওয়া হয়েছে। যা দিয়ে দুই কেজি ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার তেল দিয়ে ৪৬০ টাকা মুল্যে মোট ২৫০ প্যাকেজ করি। কিন্তু গাড়ি এসে দাঁড়ানোর সাথে সাথে মানুষ এসে দাঁড়ায় প্রায় হাজারো মানুষ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ