• আইন ও আদালত

    সিরাজগঞ্জে বহুলি একটি ব্রিজ না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের।

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৬:২৩:১৯ প্রিন্ট সংস্করণ

    সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়ন ও শিয়ালকোল ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে ইছামতী নদী। নদীর দুই পাশে যাতাযায়তের জন্য পাকা রাস্তা থাকলেও নদী পারাপার জন্য নেই কোনো ব্যবস্থা।
    নদী পারাপার এর এক মাত্র মাধ্যম নরবলে ঝুঁকি পূর্ণ বাঁশের সাঁকো ‌।দিনে হাজার হাজার মানুষ পারাপার হয় এই ঝুঁকি পূর্ণ বাঁশের সাঁকোর উপর দিয়ে। নদীর পানি ক্রমশহয় বৃদ্ধি পাচ্ছে। যত পানি বৃদ্ধি পাচ্ছে তত যেন ভোগান্তি আরও বাড়ছে। আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি। বাঁশের সাঁকো তুলে গিয়েছে পানির নিচে। যাতাযাতের খুবই অসুবিধা। সাইকেল ,মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, কোন উপকারে যানবাহন পারাপার হতে পারছে না। বিশেষ করে পারাপার করতে পারছে না বৃদ্ধ মহিলা ও শিশু। নদীর ঐ পাশে রয়েছে কলেজ উচ্চ বিদ্যালয় কবরস্থান একটা সামাজিক বাজার মেল কারখানা। রয়েছে হাসপাতাল। সকল ধরনের হাসপাতাল কলেজে শিক্ষা প্রতিষ্ঠান যেতে হয় এই নরমাল ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো উপর দিয়ে। অন্য সাইট দিয়ে ঘুরে যদি হাসপাতালে যেতে হয় বাড়তি আরো ৬ থেকে ৭ কিলোমিটার রাস্তা পারাপার হতে হয়। অনেক বছর ধরে শুনছি বিরিজ হবে কিন্তু এখনো ব্রিজের কোন কাজে আসেনি। এভাবে কি থাকা যায় বসতবাড়ি। অসুবিধা পাই অনেক গ্রাম। সরাই চন্ডী, রাজাপুর, বহুলি ,চর কদম পাল, রাজাপুর ,কদম পাল রহিমপুর, ধোপাপাড়া, বিল গজারিয়া ,ধিতপুর কানো ধিথ পুর আলাল ,ধিতপুর দুলাল।। আমাদের গ্রামবাসী ও বাসিন্দারা সবার দাবি আমাদের ব্রিজের কাজ জানে তাড়াতাড়ি শুরু হয়।।
    কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই জায়গাটা যেন অতি তাড়াতাড়ি কোন একটা ব্যবস্থা করে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ