• Uncategorized

    মান্দায় ঘর না থাকায় ২০ বছর যাবৎ গোয়ালঘরে গরুর সাথে বসবাস

      প্রতিনিধি ৮ মে ২০২১ , ১:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ

    তৌকির আহম্মেদ, মান্দা(নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর মান্দায় ঘর না থাকায় দীর্ঘদিন থেকে গোয়াল ঘরে গরু এবং মানুষ একসাথে বসবাস করে আসছে বলে জানা গেছে।উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালিসফা গ্রামের আদিবাসী পাড়ায় বসবাসকারী অসহায় বিষ্ট পাহান এবং পূর্ণিমা পাহান প্রায় ২০ বছর যাবৎ একটি ঘরের অভাবে তারা স্বামী স্ত্রী দুজনে একসাথে দুটি গরু নিয়ে গোয়াল ঘরে বসবাস করে আসছেন।

    বিষ্ট পাহান ও পূর্ণিমা পাহান জানান,তাদের নিজস্ব কোনো জমি না থাকায় তারা দীর্ঘদিন ধরে অন্যের জমিতে একটি কুঁড়ে ঘর নির্মাণ করে বসবাস আসছেন। কিন্তু তাদের নিজস্ব কোনো জমি না থাকায় তাদের ঘর করে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। অসহায় পরিবারটির বসবাসের সুবিধার্থে অতিদ্রুত তাদের একটি বাড়ি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অাহব্বান জানিয়েছেন স্থানীয়রা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ