• Uncategorized

    নির্জনে নিঃসঙ্গতায় একাকী”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:২৮:৪৮ প্রিন্ট সংস্করণ

    “কবিতাঃ-নির্জনে নিঃসঙ্গতায় একাকী”
    লেখকঃ শিহাব আহম্মেদ

    নীল রাত্রির অলস খোপায় ফুল দেবো বলে
    নক্ষত্রের নীলিমা নিবাসে নীলাভ স্নেহ ঢলে,
    হতভাগ্য খুঁজে এনেছি উষ্ণ নীল ভালোবাসা
    ঝড়ে যাওয়া পাতার মতো ধ্বসে ক্ষীন আশা।

    কেউ জানতে চায়নি ভুলে কতটা একা আমি!
    জল শুণ্য পুকুরের মতো খাঁ খাঁ করে যে হৃদয়,
    নির্ঘুম রাতে ডাহুকের মতো ডেকে যে মৃতপ্রায়
    অনাবাদি জমির মতো ছোট্ট জীবনে বড় একা।

    শুণ্য কলমটির মতো জমিনে ছুঁড়ে ফেলা আমি,
    কবিতার প্রথম লাইনটির মতো অসহায় যে জানি!
    ব্যবহার শেষে ছুড়ে ফেলা জুতোর মতো যে আমি,
    আঙ্গিনায় ঝুলিয়ে দেয়া ছেড়া জামার মতই একা।

    অনাকাঙ্ক্ষিত শিশুটির মতো ভবিষ্যতহীন আমি
    লেজ বিহীন বৃদ্ধ কুকুরটির মতো ধূসর যে জানি!
    খাঁ খাঁ চৈত্রে অস্থির চাতকটির মতোই শুন্য আমি,
    মাঝ রাতে ঝড়ে যাওয়া জোনাকির  মতোই একা।

    ঘুম কাতুরে পড়ার টেবিলে আছড়ে পড়া যে আমি
    প্রণয়কাম স্বিদ্ধ সমাপ্তিতে ছুড়ে ফেলার মতো একা।
    এই বিশ্ব সংসারে লক্ষ কোটি মানুষের ভীড়ে আমি,
    অভিমানে অবহেলায় নিঃসঙ্গতার প্রতীক যে আমি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ