• Uncategorized

    মানিকগঞ্জের শিবালয়ে ভোক্তা অধিকারের দুই প্রতিষ্ঠানকে জরিমানা

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২০ , ১১:১৭:৩৭ প্রিন্ট সংস্করণ

    মো আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উপজেলার উথুলি বাজার ও জাফরগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে শিবালয়ের জাফগঞ্জের কালা চাঁদ স্টোরকে ৩০ হাজার ও উথলির কাজী ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা জরিমানা ও আদায় করেন।

    এ সময় মুল্য তালিকা প্রদর্শন করতে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে সতর্ক করা হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান কে। তাছাড়া গ্যাস সিলিন্ডার এর মূল্য তালিকা প্রদর্শন করতে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে সিলিন্ডার ব্যাবসায়ীদের।

    অভিযানে শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হামিদা ইয়াসমিন ও মানিকগঞ্জ ৩৮ ব্যাটিলিয়ান আনসার সদস্যরা সহযোগিতা করেন।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ