• রাজশাহী বিভাগ

    পাবনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা গণগ্রন্থগারে বিভিন্ন কর্মসূচি পালন।

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২২ , ৬:০১:০০ প্রিন্ট সংস্করণ

    মিঠুন শেখ মিঠু-স্টাফ রিপোর্টার:

    স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে পাবনা জেলা গণগ্রন্থাগার।
    ১৪ আগস্ট (বরিবার) বিকাল ৩ ঘটিকায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতার উদ্বোধন করেন জনাব মোঃ এনামুল হক, সহকারী লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার পাবনা
    পাবনা জেলার বিভিন্ন শহর ও গ্রামের দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে।
    প্রতিযোগিতা ৩টি গ্রুপে যথাক্রমে ‘ক’ গ্রুপে অনূর্ধ-৭ বছর (বিষয় : উন্মুক্ত), ‘খ’ গ্রুপে ৮-১২ বছর (বিষয় : শোকাবহ আগস্ট) এবং ‘গ’ গ্রুপে বিশেষ প্রতিবন্ধী (বিষয় : উন্মুক্ত) অনুষ্ঠিত হয়।

    উল্লেখিত প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল হক, সহকারী লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার পাবনা,মোঃ আব্দুল লতিফ লাইব্রেরি এ্যাসিসটেন্ট শিক্ষার্থীবৃন্দ, গ্রন্থাগার পেশাজীবিবৃন্দ, বেসরকারি পাঠাগারসমূহের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের পাঠক ও সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ