• রাজশাহী বিভাগ

    ভাঙ্গুড়ায় নানাবিধ কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত।

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২১ , ৪:০১:৩১ প্রিন্ট সংস্করণ

    সজল আহমেদ পাভেল-পাবনা জেলা প্রতনিধি:

    পাবনার ভাঙ্গুড়ায় নানাবিধ কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। ৩ নভেম্বর (বুধবার) সন্ধ্যার দিকে উপজেলার পৌর আওয়ামীলীগের শরৎনগর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. ওমর ফারুক রানা।অন্যদের মধ্যে ৩ নভেম্বর শাহাদৎবরণ কারী জাতীয় ৪ নেতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাইদ বাদশা, সালেহ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. বেলাল হোসেন খাঁন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. তসলিম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খাঁন প্রমূখ বক্তব্য দেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মজনু, পৌর যুবলীগ সভাপতি সুমন আলী, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয়নেতা কর্মীবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় ৪ নেতাসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. মাফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. বশির আহম্মেদ।

    অপর দিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.বাকি বিল্লাহ, পাবনা জেলা পরিষদ সদস্য মো. আসলাম আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাদ খান প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের দোয়ার মাহফিলে দোয়া পরিচালনা করেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ আলহাজ্ব মো. আশরাফ আলী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ