• Uncategorized

    ব্যবসায়ীর বিরুদ্ধে মহাসড়কের সরকারি গাছ কাটার অভিযোগ

      প্রতিনিধি ১২ মে ২০২৩ , ১২:০৬:৪১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মিজানুর রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

    সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাওপাড়া গ্রামের বাসিন্দা শামসুল হুদার বিরুদ্ধে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১৫টি সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। এদিকে কর্তন করা গাছগুলো বুধবার(১০ মে) রাতের আধারে অন্যত্র সরিয়েও ফেলা হয়েছে। প্রায় ২ লক্ষাধিক টাকা মুল্যের সরকারি ওই গাছগুলো উদ্ধারপুর্বক তার বিরুদ্ধে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন জনস্বার্থে স্থানীয় বাসিন্দারা।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চড়িয়া উজির(সাওপাড়া) গ্রামের ভোলা মাস্টারের ছেলে শামছুল হুদা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর নামক স্থানে নেছারিয়া হোটেলের পুর্ব ও মহাসড়কের উত্তর পাশে হোটেল স্থাপনের জন্য নিজের জায়গার সাথে সংযুক্ত সরকারি খাস জায়গা দখল করে সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়াই মাটি ভরাটের কাজ শুরু করেছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি মঙ্গলবার(৯ মে) রাতের আধারে মহাসড়কের ১৫টি সরকারি গাছ কেটে গোলাই করে পাশের জমিতে ফেলে রাখেন। একপর্যায়ে এ নিয়ে এলাকার লোকজনের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে তিনি বুধবার(১০ মে) রাতের আধারে সেখান থেকে গাছগুলো সরিয়ে ফেলেছেন। এভাবে সরকারি গাছ কেটে সরকারের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে তার হোটেলের সম্মুখ জায়গার পজিশন তিনি উন্মুক্ত করে সেখানে মাটি ভরাটের কাজ করছেন বলে স্থানীয়রা জনস্বার্থে অভিযোগ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, গাছের গোড়াগুলো অদৃশ্য করতে মাটি ফেলে গাছের গোড়াগুলো ঢেকে দেওয়া হয়েছে। অপরদিকে প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়ায় এবিষয়টি ধামাচাপা দেওয়ার ও প্রশাসনকে ম্যানেজ করারও চেষ্টা করছেন শামছুল হুদা। এদিকে সরকারী সম্পদ উদ্ধারসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ