• বরিশাল বিভাগ

    বাউফলে অসাজিক কর্মকান্ডের অভিযোগে হোটেলে সীলগালা

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২২ , ৪:১৭:২৪ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী বাউফল পৌর শহরের প্রাণ কেন্দ্রে আল আমিন নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে সীলগালা করে দেয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজেদুর রহমান অভিযান চালিয়ে হোটেলটি সীলগালা করে দেন।

    এসময় অসামাজি কর্মকান্ডে লিপ্ত থাকার দায়ে এক খদ্দেরের (৩৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক নারী যৌনকর্মীকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। অভিযানের সময় হোটের মালিক জাহাঙ্গির হোসেনের ছেলে রনি পালিয়ে যায়। পরে হোটেলের মূল ফটক সীলগালা করে দেয়া হয়। আইনশৃঙ্গলা বাহিনী ইতিপূর্বে এ হোটেলে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে একাধিকবার অভিযান চালায় এবং মালিককে সতর্ক করে দেয়। হোটেলটি সীলগালা করায় স্থানীয় লোকজন স্বস্তি পেয়েছেন।