• আইন ও আদালত

    বরিশালে মদসহ নারী বিক্রেতা গ্রেফতার

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৮:২১:০৭ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল জেলার আগৈলঝাড়ায় প্রায় ৮০ বোতল বিদেশি মদ এবং ২০ লিটার দেশী মদসহ মালা মালাকার নামে এক নারী বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করে এই নারী মাদক বিক্রেতাকে।আর সেই মহিলার পরিচয় তালাশ করতে গিয়ে জানা গেছে।

    সেই মহিলা মালা মালাকার উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের শৈলেন মালাকারের স্ত্রী। তার তথ্য তালাশ করে আরো জানা গেছে যে,এর আগেও দেশি-বিদেশি মদসহ শৈলেন মালাকারকে গ্রেফতার করেছিল র‌্যাব-৮।বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক বেচা কেনার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা শাখার কয়েকজন সদস্য।

    এ সময় ৮০ বোতল বিদেশি মদ, এবং ২০ লিটার চোলাই মদ ও ৪০০ গ্রাম অন্যান্য মাদক সামগ্রীও জব্দ করা হয় বলে জানান গোয়েন্দা সদস্যরা।আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার সাহেব জানান, আটক মালাকে থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইসতিয়াক হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ