• বরিশাল বিভাগ

    বরিশালে তাবলীগের সদস্যকে বেহুশ করে টাকা ছিনতাই করলো দূর্বৃত্তরা

      প্রতিনিধি ২ মার্চ ২০২২ , ৩:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল জেলার আওতাধীন উজিরপুর থানায় (২৮ ফেব্রুয়ারী) সোমবার ঢাকা কাকরাইল থেকে ইসলাম প্রচারের স্বার্থে উলামায়ে কেরামের ১৬ সদস্যের একটি জামাত ৪১ দিনের জন্য পদার্পণ করেন ।এবং তাদের পরামর্শক্রমে হাবিবপুর জামে মসজিদে অবস্থান করেন ১৬ সদস্যের তাবলীগ জামাত। স্থানীয় লোকজন বলেন ঐ দিন তারা তাদের কার্যক্রম শেষ করে এশার নামাজের পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন,
    কিন্তু দুঃখ জনক ভাবে সকাল বেলা তাদের কে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখা যায়।

    আর বেহুশ অবস্থায় তাদের থেকে কেড়ে নেয় প্রায় লাখের উপর নগত টাকা। স্থানীয় মুসুল্লিরা ফজর নাময পড়তে এসে তাবলীগের সদস্যদের বেহুশ অবস্থায় দেখে, তাদের হুশ ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন,কিন্তু কিছুতেই যখন হুশ ফেরানো সম্ভব হলোনা, তখন থানা পুলিশ খবর দেন।

    পরে পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌছে এ অবস্থা দেখে তাদের নিজস্ব গাড়ী দিয়ে উজিরপুর সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে ১২ জনের হুশ ফিরে যারা অনেকটাই সুস্থ, কিন্তু ৪ জনের অবস্থা আশংকাজনক। তাবলীগ জামাতের আমির নুর মোহাম্মদ বলেন,রাতের খাবারের সাথে কে বা কাহারা ঔষধ মিশিয়ে দিয়েছে আমরা কিছুই জানিনা।
    এবং তাবলীগের আমির তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ