• Uncategorized

    বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।। 

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:০১:২১ প্রিন্ট সংস্করণ

     

    মোহাম্মদ আসাদ-বকশীগঞ্জ প্রতিনিধিঃ

    জামালপুর বকশীগঞ্জ নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মুন মুন জাহান লিজার সাথে প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার দুপুর ১২:৩০ মিনিটে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ থানা ওসি (তদন্ত) আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম শাহীন আল আমীন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জি এম বাবু, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি রাব্বানী নাদিম, সিনিয়র সাংবাদিক তৃতীয় মাত্রার প্রতিনিধি সরকার আব্দুর রাজ্জাক, দৈনিক স্বদেশ প্রতিনিধি আব্দুর রাজ্জাক মাহমুদ ।

    আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সরোয়ার জামান,দৈনিক দিনকাল প্রতিনিধি জি,এম সাফিনুল ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক উর্মি বাংলা সম্পাদক আবদুল লতিফ লায়ন, দৈনিক সমকাল প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মতিন রহমান, ঢাকা প্রতিদিন প্রতিনিধি এইচ এম মুসা আলী, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, আজকের জামালপুর প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি ছালাম মাহমুদ, দৈনিক লাল সবুজের প্রতিনিধি এ এইচ লালন, নতুন আমাদের সময়ের প্রতিনিধি একরামিন নয়ন, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মোহাম্মদ আসাদ, উর্মি বাংলার বার্তা সম্পাদক উৎপল মহন্ত প্রমুখ।

    মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন, বকশীগঞ্জ একটি শান্তপূর্ণ উপজেলা যার সুনাম ছড়িয়ে আছে পুরো বাংলায়। তিনি সবার সহযোগীতা নিয়ে বকশীগঞ্জ থেকে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত একটি আলোচিত উপজেলা হিসাবে গড়ে তুলবে বলে আশা ব্যক্ত করেন  ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ