• আমার দেশ

    বরিশালে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২২ , ৪:৩১:৩৭ প্রিন্ট সংস্করণ

    (১৭ মার্চ)বৃহঃপতি বার বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সময় সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে ক্যাম্পাসে দুজন সাংবাদিক চরম ভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা গটে।
    ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির সময় ভিডিও ধারণ করতে গেলে একজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ফোনটি উদ্ধার করা হয়।(১৭ মার্চ) বৃহস্পতিবার দুপুরের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় উক্ত ঘটনা ঘটে।

    আহত দুই ক্যাম্পাস সাংবাদিক হলেন দৈনিক আজকের বার্তা পত্রিকার মোঃ আজম খাঁন ও সময় জার্নালের সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম। তাদের উভয়কে সরকারি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত মোঃ আজম খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে মোবাইলে তারা ভিডিও ধারণ করার চেষ্টা করেন। এ সময় বহিষ্কৃত শিক্ষার্থী আল সামাদ শান্তসহ অন্যান্যরা তাদের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। পরে মোবাইল ফোন ফেরত আনতে গেলে ক্যাম্পাসে সংবাদ কর্মিদের মারধর করেন তারা। যার কারনে দুইজন সংবাদ কর্মী আহত হয়।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ খোরশেদ আলম জানান,দুই গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।পরে কর্তৃপক্ষ পরিস্থিতি সাভাবিক পর্যায়ের আনেন। এ সময় এক সংবাদকর্মীর মোবাইল ফোন কেড়ে নিলেও পরে সেটি উদ্ধার করা হয়। আহতদের বিষয়ে বেশ খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিশ্ব বিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ খোরশেদ আলম ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ