• Uncategorized

    সুজানগরের সাতবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফানুস ও আতশবাজির প্রর্দশন

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ১১:৪৭:০২ প্রিন্ট সংস্করণ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা,কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফানুস ওড়ানো ও আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,
    পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি সাতবাড়িয়ার আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব,বেড়া উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শ্রী অনিল কুমার সাহা, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন,বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু। এসময় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সামসুল আলম, মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম তরুণ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা এবং সকল গ্লানী দূরকরে সমাজে শান্তির প্রতিষ্ঠার লক্ষে ফানুস উড়ানো ও বিভিন্ন রঙের আতশবাজি প্রদর্শনী হয়। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পথিক নবী সহ বিভিন্ন শিল্পী গান পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ