• Uncategorized

    বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনা সদস্য আটক 

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২১ , ৮:১৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় লোকমান হোসেন নামে এক সেনা সদস্যকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে আদালতের রায় অমান্য করায় বকশীগঞ্জ থানায় সেনা সদস্য লোকমান হোসেনের নামে নিয়মিত মামলা হয়। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ শুক্রবার সকালে লোকমান হোসেনকে ময়মনসিংহ সেনা নিবাসের মিলিটারি পুলিশের কাছে সোর্পদ করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত বকশীগঞ্জ উপজেলার আইমারী গ্রামের লোকমান হোসেন ছুটিতে নিজ বাড়িতে এসে বকশীগঞ্জের দশানী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) স্নিগ্ধা দাসের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনা সদস্য লোকমান হোসেনকে আটক করেন।

    আটকের পর লোকমান হোসেন ঘটনাস্থলে ক্ষমা প্রার্থনা করায় ভ্রাম্যমান আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে একমাসের কারাদন্ডাদেশ দেন। ভ্রাম্যামান আদালতের আদেশ অমান্য করায় পরে সেনা সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়। মামলার বাদী বকশীগঞ্জ সদর ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা মোক্তারুজ্জামান। একই সময় ভ্রাম্যমান আদালত লোকমান হোসেনকে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

    বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা হয়। মামলা দায়েরের পর আইন মোতাবেক সেনা সদস্য লোকমান হোসেনকে ময়মনসিংহ সেনা নিবাসের মিলেটারি পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ