• Uncategorized

    সিরাজদিখানে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৬

      প্রতিনিধি ১২ মে ২০২১ , ৯:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুম মাইজভান্ডারি(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৬ জন। মঙ্গলবার ১২মে সকাল১০ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে।
    পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানাযায় গত ১১মে বিকালে হায়দার ভুইয়ার বাছুর গরু নুর ইসলাম বেপারী খেতে ঘাস খেলে এই নিয়ে নুর ইসলাম বেপারী ও হায়দার ভুঁইয়ার সাথে কথা কাটাকাটি হয়।এই বিষয়ে নুর ইসলাম বেপারী হায়দার ভুঁইয়ার শশুর সাহাআলম বেপারীর নিকট বিচার দাবী করেন।শশুরের নিকট বিচার চাওয়ায় এতে হায়দার ভুঁইয়া ক্ষিপ্ত হয়ে বুধবার ১২মে সকালে নুর ইসলাম বেপারীর বাড়িতে হামলা চালায়। হামলায় অভয় পক্ষের নারীসহ ৬জন আহত হয়।

    আহতরা হলেন উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের নুর ইসলাম (৪০) পিতা মোকাজ্জল বেপারী,রনি (৩০) পিতা তাহের বেপারী, তাহের বেপারী স্ত্রী রিতা বেগম (৫০),হায়দার ভুইয়া (৪৭) পিতা মৃত সোহরাব ভুইয়া, আবু তাহের ভুইয়া (৪২) ঐ সাহাদাত হোসেন অপু (২৬) পিতা সাইদ হোসেন বেপারী।এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান দুই পক্ষেরই লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ