• বরিশাল বিভাগ

    প্রভাবশালীদের অবৈধ ট্রলি বাউফলের জনসাধারণের জীবনে হুমকি দিকে

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২২ , ২:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী – স্টাফ রিপোর্টারঃ

    কৃষির উন্নয়নে এসব ট্রাক্টর আমদানি করা হলেও মালিকরা এগুলো ব্যবহার করছে ভাটার মাটি, ইট, বালু ইত্যাদি মালামাল পরিবহনের কাজে।বেপরোয়াভাবে এটি সবচেয়ে বেশি ব্যবহার করছে গ্রাম এলাকায়। বেশ কিছুদিন যাবৎ বাউফল পৌর শহরেও দেখা যাচ্ছে এটি। সনদবিহীন চালকেরা বিশালাকৃতির চাকাওয়ালা ট্রাক্টরগুলো বেপরোয়াভাবে চালাচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তবে এ ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই কর্তৃপক্ষের।

    সরেজমিনে কাছিপাড়া,কালিশুরী, ধূলিয়া,কেশবপুর, বগা, কনকদিয়া, মদনপুরা, সূর্যমনি ও নাজিরপুরে এমনকি বাউফল পৌরসভা এলাকায় দেখা যায়, ট্রাক্টরগুলো রাস্তায় চলছে দানবের মতো। এর বড় বড় চাকার কারণে পিচের কার্পেটিংয়ের রাস্তাগুলো ধূলোয় পরিণত হয়েছে।

    ট্রাক্টরের বেপরোয়া চলাচলে এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের। ট্রাক্টরের বেপরোয়া চলাচলে সবচেয়ে ঝুঁকিতে স্কুলগামী কোমলমতি ছোট ছোট শিশু ও এলাকার নারীরা।সংশ্লিষ্ট ইউনিয়নের অভিভাবকরা বলছেন, ট্রাক্টর ও ট্রলি চলাচল করায় শিশু শিক্ষার্থীরা সবসময় আতঙ্কিত থাকে।

    গৃহিনী ফতেমা খাতুন ট্রাক্টর বন্ধের আকুতি জানিয়ে বলেন, চাকাওয়ালা এই গাড়ি চলাচলের কারণে আমরা ছেলেমেয়েদের একা ছাড়তে পারি না। আমরা রাস্তায় চালাচল করতে পারছিনা। এগুলো দ্রুত বন্ধের জোর দাবি জানাচ্ছি।এদিকে মাঝে মাঝে স্থানীয় জনপ্রতিনিধিরা এটি বন্ধের উদ্যোগ নিলেও এলাকার কিছু লোভী প্রভাবশালী নেতাদের চাপে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ