• সাহিত্যে

    “প্রতিযোগিতা” কলমে-এহেদী হাসান

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২২ , ৮:১২:০৭ প্রিন্ট সংস্করণ

    প্রতিযোগিতা
    কলমে-এহেদী হাসান

    জীবন মানে বিপক্ষতা
    জীবন বলতে মরণ
    বেঁচে থাকলে যুদ্ধ লাগে
    রাখো সবে স্মরণ।

    শিক্ষার ক্ষেত্রে বিপক্ষতা
    কাজের ক্ষেত্রেও তাহা
    আপন কর্ম ভালোবাসো
    করো তুমি যাহা।

    দেখাদেখি এগিয়ে চলো
    আপন কর্মে তুমি
    কর্ম ক্ষেত্রে লক্ষ্য নিয়ে
    আনো স্বর্ণ চুমি।

    টাকা কামাও মিলেমিশে
    বিপক্ষতা করে
    ঝুঁকি নেও রে যৌবন আত্মা
    যাও রে বিমান চরে।

    সবার সাথে সব কিছুতে
    সাহস করা ভালো
    সাথের জনকে হারিয়ে তুমি
    আনো জাস্তি আলো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ