• কৃষি

    প্রকৃতির বিপর্যয়ে নড়াইলে ভালো পাট উৎপাদন হলেও রক্ষায় দুশ্চিন্তায় কৃষকরা

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২২ , ৬:২৬:৩০ প্রিন্ট সংস্করণ

    প্রকৃতির বিপর্যয়ে নড়াইলে ভালো পাট উৎপাদন হলেও তা নিয়ে দুশ্চিন্তায় নড়াইলের কৃষকরা। এ বছরে বৃষ্টি পাত কম হওয়ায় যে সমস্ত জায়গায় নড়াইলের কৃষকরা পাট যাগ দিত সেই সব জায়গায় এখনও বিন্দুমাত্র পানি জমেনি অন্যদিকে শত শত একর জমিতে কেটে রাখা হয়েছে পাট পাট শুকিয়ে যাচ্ছে , কৃষকরাও দুশ্চিন্তায় ভুগছে।

    প্রতিবছর এ সময়ে খানা খন্দ পানিতে ডুবে যায় ভেসে যায় ঘের,পুকুর কিন্তু এ বছর যেন সবকিছু হচ্ছে অন্যরকম , দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত প্রচন্ডভাবে হলেও এখানে তার ছিটেফোটা ও নেই। কিন্তু দেশে অন্যান্য জেলায় অধিক বৃষ্টিপাত হয়েছে এবং কিছুদিন আগে বন্যা ও হয়েছে কিন্তু নড়াইলের প্রেক্ষাপটে ঘটেছে ব্যতিক্রম ঘটনা।

    বাংলাদেশের জন্য পাট একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং এই ফসলের দ্বারাই বাংলাদেশ পরিচিত সারাবিশ্বে আর সেই পাটই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য ।
    কয়েকদিনের ভিতরে বৃষ্টিপাত না হলে চরম বেপাকে পড়বে কৃষকরা আর এ বিষয়ে আবহাওয়া বিদ রা দায়ী করছে নড়াইলের প্রতিকূল জলবায়ুকে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ