• কৃষি

    পলাশবা‌ড়িতে শত্রুতা জেরে লাউ ক্ষেত নষ্ট

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৫:২৬ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:

    গাইবান্ধার পলাশবা‌ড়িতে ফস‌লের সা‌থে শত্রুতা ৩০ শতাংশ জমির ধর‌তি লাউ‌য়ের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।গরীব অসহায় দ‌রিদ্র কৃষ‌কের মাথায় হাত। ঘটনা‌টি ঘ‌টে‌ছে পলাশবা‌ড়ি উপজেলার কি‌শোরগাড়ী ইউ‌নিয়‌নের গনকপাড়া গ্রামে ৩০ শতাংশ জমির ধর‌তি লাউ‌য়ের ক্ষেত রাতের আঁধারে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় পথে বসেছেন বিল্লাল হো‌সেন নামে এক দরিদ্র কৃষক। এ ঘটনায় আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন ওই ক্ষতিগ্রস্ত কৃষক।

    সরেজমিনে জানা যায়, গনকপাড়া গ্রামের মৃত জসমত আলীর পুত্র দ‌রিদ্র কৃষক বিল্লাল মিয়া গনকপাড়া ব্রীজ এলাকায় মা‌ঠে তার নিজস্ব ৩০শতাংশ জ‌মি‌তে সারাবছরধ‌রে বি‌ভিন্ন ধর‌নের সব‌জি চাষাবাদ ক‌রে জী‌বিকা নির্বাহ করে থা‌কেন। । গেল ২ মাস আগে তিনি বেশি লাভের আশায় এন‌জিও/ স‌মি‌তি থে‌কে ঋণ গ্রহণ ক‌রে ওই জ‌মি‌তে

    লালশাকের প‌রিব‌র্তে দেশীয় জাতের লাউ চাষ করেন। একমাস হ‌তে তি‌নি এক‌দিন পর পর ওই জ‌মি থে‌কে ১০০/১৫০ লাউ বাজা‌রে বি‌ক্রি ক‌রে আস‌ছেন পর্যায়ক্রমে তিনি আ‌রো ৫/৬ মাস লাউ বি‌ক্রি ক‌রে অন্তত আড়াই থেকে ৩ লাখ টাকার লাউ বিক্রি করতেন।

    এরই মাঝে মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ৩০ শতাংশ জমিতে রো‌পিত ধর‌তি লাউ গা‌ছের গোড়া কর্তন ও উপ‌ড়ে ফেলে‌ছে এতে করে পথে বসেছেন কৃষক বিল্লাল মিয়া। তি‌নি ব‌লেন এখন সে কিভা‌বে কি‌স্তির টাকা প‌রি‌শোধ কর‌বে বা কিভা‌বে সংসার চালা‌বে এ নি‌য়ে দুঃ‌চিন্তা আছি।
    বেল্লাল মিয়ার স্ত্রী আছমা বেগম জানান, স‌মি‌তির টাকা নি‌য়ে চাষাবাদ ক‌রে‌ছি, এখন কিভা‌বে টাকা শোধ কর‌বো

    এ বিষ‌য়ে ওই এলাকার সা‌বেক মেম্বার জানান, বিল্লাল মিয়া বা‌রো মাস এ জ‌মি‌তে বি‌ভিন্ন শাক সব‌জি আবাদ ক‌রে সংসার চালান, এমন কাজ করা ঠিক হয়‌নি। যারা ক‌রে‌ছে তা‌দের চি‌হ্নিত ক‌রে আই‌নের আওতায় আনা দরকার। এব‌্যাপার পলাশবা‌ড়ি উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ফা‌তেমা কাওসার মিশু ব‌লেন, ফস‌লের সা‌থে শত্রুতা বিষয়‌টি অত‌্যন্ত দুঃখজনক, আ‌মি ওই কৃষ‌কের খোঁজখব‌র নি‌তে এখ‌নি ঐ এলাকার বিএস সা‌হেবকে বল‌ছি। তা‌কে সহ‌যো‌গিতা করা হ‌বে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ