• সারাদেশ

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট কানপাড়ায়

      প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ১০:০২:৪২ প্রিন্ট সংস্করণ

    শান্ত সরকার-মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর হাট দেওয়া হয়েছে। দুর্গাপুর থানা হাট কানপাড়া বাজারের বাগানে গরু হাট বসানো হয়েছে। গরু স্যাড়রের টাকা ক্রেতা ৭০০শত টাকা বিক্রেতার ৩০০ টাকা। সেখানকার আয়োজনে ছিলেন মোঃআমির হোসেন। তার বাসা ছিলেন হাট কান পাড়া বাজারের পাশে। আজ শুক্রবার বিকাল ৩.১০মিনিট পর থেকে গরু হাট শুরু হয়ে যায় গরু দাম অনেক বেশি। একটি গরু দাম ১ লক্ষ ৮১ হাজার টাকা। সব থেকে ছোট গরু দাম ১ লক্ষ ২০ হাজার টাকা। ক্রেতারা বলেন গরু দাম বেশি থাকায় তারা অনেক খুশি হয়ে যান। আর বিক্রেতারা বলে গরু দাম একটু বেশি হয়ে গেছে তবুও ঈদুল আযহা উপলক্ষে পশু ক্রয় করতে হবে।

    ক্রেতা এবং বিক্রেতা বলেন পশু কয় এবং বিক্রয় না করলে আল্লাহর রব্বিল আলামিন কে খুশি করতে আমরা সবাই মিলে চাই। ঈদ মানে আনন্দ ঈদ মানেই ভালোবাসা মাঝে আমরা পশুকে দাঁড় করায়। আজকে হাটকান পাড়া আম বাগানে বড় ছোট বেশি দেখা গেছে। এখানে দুর্গাপুর থানার পুলিশ সেখানে ছিল এবং পশু অধিদপ্তরের ডাক্তার ছিলেন। বেশিভাগ গরু গায়ের রং ছিলেন লাল রঙ্গের। সোমবারের হাটে গরুও ছাগলের হাট চালু থাকবে মোঃ আশরাফুল তাহা গ্রাম চুইনা পাড়া তিনি একটি গরু বিক্রি করেন ১ লক্ষ ৪৬ হাজার টাকা দামে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ