• Uncategorized

    পত্নীতলায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের দাবী

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ১১:২৫:১৮ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর পত্নীতলায় সকল নাগরিক সমাজের পক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য দাবী জানিয়েছেন অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন “অদম্য নজিপুর “| উল্লেখ্য যে বিগত কয়েক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ‍্যমে সংগঠনের পেইজ থেকে সেন্ট্রাল অক্সিজেন প্ল‍্যান্ট স্থাপন প্রসঙ্গে দাবী জানানো হচ্ছিলো | শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দাবীর স্বপক্ষে সাঁটানো হয় ব‍্যানার ও ফেষ্টুন | যার ধারবাহিকতায়, উপজেলার বিভিন্ন পেশাজীবীদের মাঝে একটি শক্তিশালী জনমত গঠনে সক্ষম হয় সম্পুর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “অদম‍্য নজিপুর” |

    ফলশ্রুতিতে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে সম্মিলিত নাগরিক সমাজ এবং “অদম‍্য নজিপুর” সংগঠনের কয়েকজন সদস্যের সাক্ষরিত স্মারকলিপি নির্বাহী অফিসার জনাব লিটন সরকারের মাধ‍্যমে জেলা প্রশাসক বরাবর এবং উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ্’র মাধ‍্যমে জেলা সিভিল সার্জন বরাবর হস্তান্তর করা হয় |

    নওগাঁ জেলা শহরের পরেই জনবহুল গুরুত্বপূর্ণ একটি উপজেলা, পত্নীতলা উপজেলা | ভৌগোলিক অবস্থানগত কারণে পাশাপাশি চারটি উপজেলার প্রাণকেন্দ্র এবং বিভাগীয় শহরের সাথে যোগাযোগ ব‍্যাবস্থা অপেক্ষাকৃত ভালো হওয়ার দরুণ এ উপজেলা ছাড়াও পাশের উপজেলার অনেক মানুষ চিকিৎসা সেবা নিতে এসে ভিঁড় জমান পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | সারা দেশে করোনার বিস্তার ও মৃত্যু বৃদ্ধি হ্চ্ছে এ উপজেলাতেও করোনা রোগী বৃদ্ধি হয়েছে। এছাড়া শাসকষ্ট সহ না রোগে অক্সিজেন প্রয়োজন হয় যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল |

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ