• আইন ও আদালত

    আদিবাসী নারীকে ধর্ষণ মামলার পালাতক আসামী গ্রেফতার

      প্রতিনিধি ১১ জুন ২০২২ , ১২:১৫:২৫ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:

    নওগাঁর মহাদেবপুরে আদিবাসী তরুণীকে জোর পূর্বক ধর্ষণ মামলায় পুলিশ গ্রেফতার করেছে ধর্ষকে। ধর্ষিতা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামে। এ ঘটনায় ওই নারীর বোন বাদী হয়ে ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামের লক্ষণ পাহানের ছেলে সুশান্ত পাহানকে আসামি করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন।

    মামলার কয়েক ঘন্টার মধ্যেই পালাতক আসামী ধর্ষককে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বোন (২৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে তার কাকা শ্বশুরের ছেলে সুশান্ত পাহান তার বোনের মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার বোনের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে সুশান্ত পাহান পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার বোনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

    ধর্ষণের ফলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার বোনকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছে। মহাদেবপুর থানার ওসি মো. আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং মামলার কয়েক ঘন্টার মধ্যেই শনিবার ভোর রাতে এসআই সামির উদ্দীনের নেত্রিত্বে এসআই আব্দুল খালেক,শামিনুল, জিয়াউর রহমান ঝটিকা অভিযান চালিয়ে বড় মহেশপুর মাইনার দিঘি নামক স্থান থেকে ধর্ষক সুশান্ত পাহানকে গ্রেফতার করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ