• Uncategorized

    পটুয়াখালীতে ৩ কেজি গাঁজা ও দুমকীতে ৯ হাজার ছয়শ পিস ইয়াবাসহ পৃথক ২ যুবক গ্রেপ্তার।

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৫:১১:৩৪ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার পৌরসভাস্থ বড় বিজ্রের টোল প্লাজায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ী মোঃ মনির প্যাদা (৩০), পিতা: মৃতঃ ছত্তার প্যাদা, সাং-চাউলা, থানা: আমতলী জেলা বরগুনাকে আটক করেছে ডিবি পুলিশ।

    এদিকে জানাযায়, দুমকি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাগলার মোড় থেকে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবার চালান সহ ৯ হাজার ছয়শ পিস ইয়াবা সহ ১ ইয়াবা ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম (২৭), পিতা: মোঃ খলিলুর রহমান, সাং-০২ নং বাঁধঘাট, পটুয়াখালী সদরকে আটক করেছে দুমকী থানা পুলিশ।

    এব্যাপারে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম প্রতিনিধিকে জানায়, সোমবার (১৬ নভেম্বর-২০ ইং) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই পৌরসভাস্থ বড় বিজ্রের টোল প্লাজায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে  খাকি রংয়ের স্কসটেপ দিয়ে মোড়ানো ৩টি নীল রংয়ের পলিথিন ব্যাগে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারী মনির প্যাদাকে আটক করেন ꫰

    এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে সে প্রায়াই গাঁজা  মাদক বরগুনা নিয়ে যাচ্ছিল।  ওই একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুমকি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাগলার মোড়ে অবস্থান নেয়꫰।

    এমনি সময় একটি মোটরসাইকেল আসলে তাকে থামার জন্য বললে মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় এসআই সঞ্জীব জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলটির গতিরোধ করে মোটরসাইকেলের আরোহী রাকিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। এসময় তার নিকট থেকে ৪৮ টি নিল রংয়ের জিপার প্যাকেটে নয় হাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    তাকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল প্রশাসনকে জানায়,এভাবেই তাদের চালান  ইয়াবা তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ঢাকা থেকে প্রতিনিয়ত নিয়ে আসেন। উভয় অভিযানে গ্রেফতারকৃত  দুইজনের বিরুদ্ধে পৃথক পৃথক আইনানুগ ব্যবস্থ্যা গ্রহণে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে  জানাযায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ