• রাজশাহী বিভাগ

    পত্নীতলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

      প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ১১:০১:৫৩ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টার:

    দূর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নের আনবে গতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নওগাঁর পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, পত্নীতলা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রায়হান ইসলাম ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান প্রমুখ। সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে বন্যা ও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন এবং তা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে , একটি র‌্যালি উপজেলা চত্বর হতে সদর হাসপাতাল সড়ক প্রদক্ষিন হয়ে নজপিুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। এর পর ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শনের মাধ্যমে ধারণা প্রদান করে উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট।১৯৯৭ সাল থেকে প্রতি বছর মার্চের শেষ বৃহস্পতিবার সারাদেশে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়ে আসছে। এরপর দিবসটিকে ‘গ’ শ্রেণিভুক্ত করে ২০১২ সালের ৭ নভেম্বর মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বহির্বিশ্বে রোল মডেল বিবেচিত হলেও ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে। এ জন্য আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ