• আমার দেশ

    পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৮:৫৫:৩৬ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে দিবসের শুরুতে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) আজিজুল কবির, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, কৃষি অফিসার শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ, মৎস্য অফিসার আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ প্রমূখ। আলোচনা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পত্নীতলায় “জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার”এর নাম ফলক উন্মোচন করা হয়। ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় কাজটি বাস্তাবায়ন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, শেখ রাসোলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া মুনাজাত সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে । এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও আজাদ রহমান, ফাতেমা জিন্না ঝরনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ