• Uncategorized

    পটুয়াখালীর গলাচিপায় রাজস্ব খাতের আওতায় মৎস্য অবমুক্ত করণ অনুষ্ঠিত।  

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৪:০৭:১৪ প্রিন্ট সংস্করণ

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীর গলাচিপায় রাজস্ব খাতের আওতায় মৎস্য অবমুক্ত করা হয়। উপজেলার বাৎসরিক রাজস্ব খাতের আওতায় ১৯টি প্রতিষ্ঠানের ১৫.৮৭ হেক্টর আয়তনের জলাশয়ে ৩ শত ৪০ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনের পুকুরে মৎস্য অবমুক্ত করণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা  মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলা। এ ছাড়া আরও বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ