• Uncategorized

    কেউ নেই,কিচ্ছু নেই-সাংবাদিক মুন্না

      প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ৮:২৪:০৪ প্রিন্ট সংস্করণ

     

    মুন্নাঃ

    তাকে ভালোবাসি বলেছিলাম নাকি তিনিই বলেছিলেন

    আজ তা বিস্মৃত হয়েছি

    তবু তুমুল বৃষ্টি হলেই মনে হয় তার জলে ভিজে যাই আমি

    অথবা ভরা নদী দেখলেই মনে পড়ে তার দেহ সৌষ্ঠব অার

    উচ্ছলতার কথা।

     

    এই যে পুবাল হাওয়ায়

    শ্রাবণের এই অঝোর প্রভাতে কেবলই তাকে মনে চায়

    আমার শরীর জুড়ে

    তার স্পর্শের অবগাহন

    আজও মনের কানায় কানায় তাকে অনুভব করি।

     

    বৃষ্টিভেজার সাধ্য সব সময় কী থাকে!

    যেমন থাকেনা অমাবস্যায় জোছনার আলো

    এই করোনাকালে ঠাণ্ডা বাতাস, জলের সাঁতার ছুঁতে মানা

    তবু রাত জাগা অভিসারে তাকে বহুবার গোপনে ছুঁয়ে আসি ।

     

    এই শালিকভেজা সকালে

    সাহস করে একটি কবিতা ধার চেয়েছিলাম

    অাবার চরম বিভ্রান্তিতে ঘেমে উঠি

    নিস্প্রান বাকলের গায়ে জলরঙা কৈশর হেসে উঠতেই একটি কবিতা হেসে উঠলো

    সেই লোহালিয়া কিংবা শাওনের অবাধ্য পায়রার মতো।

     

    মূলতঃ আমি এখন শ্রাবণ মেঘে ভেজা

    একাকী এক পাখির মত বসে থাকি

    আমার দৃষ্টির সামনেই

    মধুমতি নদীতে জোয়ার আসে

    পালতোলা নৌকায় ভিন গায়ের মেয়ে বাবার বাড়িতে নাইওর যায়

    অথচ আমার চারপাশে কেউ নেই, কিচ্ছু নেই..

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ