• আইন ও আদালত

    পটুয়াখালী’র ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থক উভয়কে, বিশ হাজার টাকা জরিমানা।

      প্রতিনিধি ৩১ মে ২০২২ , ৫:১০:৪০ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী সদর উপজেলাধীন ৭ নং কালিকা পুর ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রাচার প্রচারনা ও রাস্তা অবরোধ করে মিছিল করা এবং নৌকার প্রতিকে আলোক সজ্জা করায় নির্বাচনী বিধি লঙ্ঘন করার দায়ে দুই প্রার্থীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী মেজিস্ট্রেট। অদ্য ৩১ মে সোমবার বিকাল ৫ টার সময় কালিকাপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ও হেতালিয়া বাধঘাটের ট্যাঙ্গাতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

    সরেজমিন ঘুড়ে জানাযায়,পটুয়াখালী সদর উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নের সতন্ত্র প্রার্থী মো সাইদুর রহমান ঈমাম হোসেনকে নির্বাচনী প্রচার প্রচারনা মেইন সড়ক অবরোধ করার দায় ও অতিরিক্ত জনবল নিয়ে মিছিল করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নগদ দশ হাজার টাকা জরিমানা করেছে। অপর দিকে কালিকাপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে নৌকা প্রার্থীর নৌকা প্রতিকে অতিরিক্ত আলোক সজ্জা করায় নৌকা সমার্থক খায়রুল ইসলামকে ঘটনাস্থলেই দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো,ফয়সাল উদ্দীন।

    এব্যপারে আনারস মার্কার সতন্র প্রার্থী সাইদুল রহমান ঈমাম হোসেন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা জাহানকে ঘটনাস্থলে না পাওয়ায় তাদের সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ