• Uncategorized

    পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদর্যাপন,উপলক্ষে বজ্রকন্ঠ বইয়ের মোড়ক উন্মোচন।       

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৪:২৫:০১ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাষন সংকলন “বজ্রকন্ঠ” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত।

     

    গতকাল ৮ আগস্ট জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি

    হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি এবং সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড.মোঃ শাহজাহান মিয়াএমপি, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা এমপি, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী

    আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম

    সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার।

    এর আগে প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০ টি ভাষন সংকলন “বজ্রকন্ঠ” বইটির মোড়ক উন্মোচন করেন এবং একটি বই ভবিষ্যত প্রজন্ম জেলা ছাত্রলীগের

    সভাপতি হাসান সিকদারের হাতে তুলে দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ