• জাতীয়

    পটুয়াখালীতে ৪ টি আসনে স্বশিক্ষিত চার প্রার্থী গড়তে চান স্মার্ট বাংলাদেশ

      প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৩ , ৫:৪১:২৯ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে চারজন দলীয় প্রার্থী ও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাঠে। গত ৪ঠা ডিসেম্বর ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকেই এসব প্রার্থী সাধারণ মানুষের মাঝে স্মার্ট বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে ভোটারদের দ্বারে দ্বার যাচ্ছেন।

    তবে এমপি হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া ছয়জন প্রার্থীর মধ্যে চারজনই স্বশিক্ষিত। এদের মধ্যে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীও রয়েছেন। দুজন উচ্চশিক্ষি। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এদিকে হলফনামায় দেখা যায়, মনোনয়ন বৈধ হওয়া ছয়জনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ-সদস্য মো. মহিব্বুর রহমান স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান এমএ রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা সম্পন্ন করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

    এদিকে হলফনামায় স্বশিক্ষিত উল্লেখ করা প্রার্থীরা হলেন-এ আসনের সাবেক দুবারের এমপি প্রয়াত আনোয়ার-উল-ইসলামের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন, সমাজ তান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আ. মন্নান হাওলাদার। বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন অষ্টম শ্রেণি সম্পন্ন করেছেন।

    এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, ‘আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে দুর্নীতিমুক্ত স্মার্ট কলাপাড়া ও রাঙ্গাবালী গড়ব। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আইটিসহ পরিকল্পনা ইতোমধ্যে করে রেখেছি যা আমার নির্বাচনি ইশতেহারে উল্লেখ থাকবে।’ সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, ‘আমি আমার মানুষের মাঝে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। নির্বাচনি প্রচারণায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এসব প্রার্থীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ