• জাতীয়

    আল্লামা মামুনুল হক্বের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ১২:৩৭:১২ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে রোববার সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে শায়খুল হাদিস পরিষদ। স্মারকলিপি দেওয়ার আগে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মামুনুল হকের বড় ভাই মাওলানা মাহফুজুল হক, কারাবন্দি আলেমদের মুক্তি না দিলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেন।

    ২০২১ সালের এপ্রিল গ্রেপ্তার হন বঙ্গবন্ধুর ভাস্কর্য উচ্ছেদের হুমকি দিয়ে আলোচনায় আসা হেফাজতের সেই সময়কার যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় হেফাজতের কর্মসূচিতে সহিংসতা এবং নারী নির্যাতনের মামলায় তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি হেফাজত তাকে কেন্দ্রীয় কমিটিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। মামুনুল হকের বড় ভাই মাওলানা মাহফুজুল হক বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

    শায়খুল হাদীস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সহ-সভাপতি মাওলানা আতাউল্লাাহ আমীন, মাওলানা আবুল হাসানাত জালালি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান। পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেন, ৩৪ জেলায় স্মারকলিপি দেওয়া হয়েছে। মামুনুল হক্বের খেলাফত মজলিস নিরপেক্ষ সরকার চায়

    আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। তার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ৭ অক্টোবর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে মহাসমাবেশের ডাক দিয়েছে দলটি। খেলাফতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। মামুনুল হক সরকারের প্রতিহিংসার শিকার। তিনিসহ আলেমকে মুক্তি দিতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ