• আইন ও আদালত

    নীলফামারীতে প্রতারক চক্রের মূল হোতাসহ ৮জন গ্রেফতার

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২১ , ৬:৪৪:১১ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীর সৈয়দপুরে জুসের সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে অভিনব কায়দায় চালকদের চেতনানাশক ঔষধ খাইয়ে অটোচার্জার চুরি করে একটি প্রতারক চক্র। প্রতারক চক্রের মূলহোতা মোঃ হেলাল হোসেন (২২) সহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।

    পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত মোঃ হেলাল হোসেন নিজে অশিক্ষিত হলেও নিজেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্রের পরিচয় ব্যবহার করে জুসের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে বৃদ্ধ অটোচালকদের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের জুস খাইয়ে অটো চার্জার চুরি করতো। গতকাল রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে মূল হোতা সহ চোরাই অটো চার্জার ক্রয়ের মহাজন, খুচরা বিক্রেতা, ফার্মেসী ব্যবসায়ী সহ আট জনকে আটক ও ৫ টি অটো চার্জার উদ্ধার করা হয়। যার মূল্য ২ লাখ ষাট হাজার টাকা।

    আটককৃত মূল হোতা মোঃ হেলাল হোসেন দিনাজপুর কোতয়ালী থানার গাবুরা বাজার এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে। আটককৃত অন্যান্যরা হলেন, চোরাই অটোচার্জার ক্রয়ের মহাজন মোঃ উজ্জল ইসলাম(৩৫), সে দিনাজপুরের বিরল থানার বিরল ভাটপাড়া এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে। মোঃ আনছার আলী(৪৫), সে একই থানার ওকরা চেয়ারম্যানপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। ভাংড়ি ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন(২০),সে ওই জেলার পার্বতীপুর থানার হরবিৎপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে। চোড়াই অটোচালকদের খুচরা ক্রেতা একই জেলার বিরল থানার

    মোঃ আঃ জব্বার এর ছেলে মোঃ জাবিরুল ওরফে জাফরুল ওরফে জাবেদুল ইসলাম(৪০), ওকরা (হাজীপাড়া) এলাকার আঃ রশিদের ছেলে মোঃ আশরাফুল ইসলাম। একই থানার কাজীগঞ্জ গোপীনাথপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ জাহেরুল ওরফে জহিরুল ওরফে জাহেদুল ইসলাম(৩৭)। কুকুরিবল এলাকার মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ আঃ মান্নান(২২)। এছাড়াও নীলফামারী জেলার সৈয়দপুর দক্ষিন নিয়ামতপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে মোঃ রাজু আহমেদ(৪৪)।

    এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিশেষ শাখার ডি, আই, ও, ওয়ান মুহাম্মদ শামসুল আলম, ডিবির অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, ডিবির সাব-ইন্সপেক্টর মোঃরেজানুর রহমান সহ জেলা প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ