• আইন ও আদালত

    নীলফামারীতে চার মাদক সেবনকারী গ্রেফতার

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২১ , ৪:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ

    উজজ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। বর্তমানে মাদকজাতদ্রব্য সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাদক সেবনে আসক্তকারীগণ সমাজ ও পারিবারে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে পাশাপাশি তারা শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।আর এজ্য মাদক সেবনকারীদের সংখ্যা কমিয়ে আনার জন্য জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ চেস্টা চালাচ্ছে সোমবার দিনব্যাপী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অভিযান চালিয়ে হেরোইন সহ মোঃ রিপন বয়সঃ ৫০, পিতাঃ মৃত আনিছ মিয়া, সাংঃ হাতিখানা।

    মোঃ রহিম, বয়সঃ ৩২, পিতাঃ মৃত দানেশ, সাংঃ হাতিখানা
    এবং গাজা সহ মোঃ মিজান, বয়সঃ ২৩, পিতাঃ মোঃ লাল, সাংঃ বড়টিংপাড়া, জাদুরহাট ও মোঃ হাসান, বয়সঃ ২০, পিতাঃ সাহাবুদ্দিন, সাং মুন্সিপাড়া কে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহামুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিপনকে ১মাসের সশ্রম কারাদণ্ড, ৩০০০টাকা জরিমানা, রহিমকে ১মাসের কারাদণ্ড, ২০০০টাকা জরিমানা, মিজানকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড, ১০০০টাকা জরিমানা এবং হাসানকে ৭দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০টাকা জরিমানা প্রদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ