• আইন ও আদালত

    রায়গঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ৪:১৮:৪২ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি।

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ অদ্য ০৬ এপ্রিল ২০২৪ রোজ শনিবার র‌্যাব-১২, সিরাজগঞ্জের একটি চৌকষ আভিযানিক দল১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা পাবনা বাজারস্থ আলট্রাকেয়ার ডিজিটাল ডায়গনিস্টিক সেন্টারের সামনে বগুড়া হতে সিরাজগঞ্জগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন কোনাবাড়ি মধুসূদন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কেশবগঞ্জ বাজার হতে নলসোন্দাগামী রাস্তার উপর” পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫.৪৬০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামিগণ ১। মাধব চন্দ্র দাস (২০), পিতা-মানিক চন্দ্র দাস, সাং- পূর্ব নদাবাস, থানা-হাতিবান্ধা, ২। মোঃ হাসিনুর রহমান (২৩), পিতা-শাহ আলম, সাং-মৌজা শাখাদি পূর্বপাড়া, থানা-কালীগঞ্জ, উভয়ের জেলা-লালমনিরহাট এবং ৩। মোঃ মুনসুর আলম (৩৯), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-আমডাঙ্গা অলিপুর, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এবং উল্লাপাড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ