• Uncategorized

    ঐতিহাসিক আগরতলা মামলার বৈরী সাক্ষী বীর প্রতীক শেখ আবুল হোসেনের ইন্তেকাল / আলোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ২:২৪:২৪ প্রিন্ট সংস্করণ

    ঐতিহাসিক আগরতলা যড়যন্ত্র মামলার বৈরী সাক্ষী বীর প্রতীক আলহাজ্ব শেখ মোঃ আবুল হোসেন( ৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহে রাজিউন।

    সোমবার(৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালীন সময় তিনি স্ত্রীসহ ৩ ছেলে ৩ মেয়ে ও বহুগুনাগ্রাহী রেখে যান। এ বীর প্রতীকের জন্মস্থান শ্রীনগর উপজেলার ভাগ‍্যাকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কামারগাঁওয়ে।

    জীবিত মানুষের মুল‍্যায়ন আমরা করতে জানিনা এটা আমাদের ব‍্যার্থতা। কিন্তু মৃত রাষ্ট্রীয় বীর প্রতীকের শেষ বিদায়ে আমরা যথাযথ সন্মান দিতে নাপারার এ লজ্জা শুধু আমাদের না সারা দেশের। আলহাজ শেখ মোঃ আবুল হোসেনকে বীর প্রতীক খেতাবটা বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন দেননি। দিয়েছেন বঙ্গবন্ধুর কন‍্যা জননেত্রী শেখ হাছিনা। এই ঐতিহাসিক আগরতলা মামলার ইতিহাস বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ জন্মের ইতিহাস যা এদেশের সকলের যানা উচিৎ এই জাতীয় বীরকে স্বরনীয় করে রাখতে রাষ্টের প্রধানের কাছে অনুরোধ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ