• সাহিত্যে

    ‘নারী’ লেখায়-ইশরাত তানজিম মুন

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ৪:২৫:৩২ প্রিন্ট সংস্করণ

    কবিতা: নারী
    লেখায়-ইশরাত তানজিম মুন

    হে অপমানিত, অবহেলিত, নির্যাতিত নারী!
    সমাজের চোখে, দেশের চোখে,
    কেন তুমি নির্যাতিত! কেন তুমি অপমানিত?
    কেন!কেন!
    কেন তুমি এতো চুপ!
    কেন দাঁড়াও না রুখে?
    কেন সহ্য করো এতো অপমান,
    চাওনা ফুটাতে হাসি মুখে?
    সাহস নিয়ে বুকে দাঁড়াও রুখে!!
    দোষটা কোথায় তোমার?
    নারী হ‌ওয়াটাই কি দোষ?

    বলো চিৎকার করে বলো,,
    বাঁচতে চাই, স্বাধীনতা চাই।
    বাঁচতে দাও! স্বাধীনতা দাও!
    দেখাও সমাজকে,দেখাও দেশকে! দেখাও বিশ্বকে!
    নারীরাও পারে,তারাও কর্মঠ।
    তারা বেকার নয়।
    নারীরাও পারে ,পারবে,
    বিশ্ব জয় করতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ