• সাহিত্যে

    ‘নবীন যাত্রী’ কলমে-সাউদার রাতিব

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৪:১০:৫৭ প্রিন্ট সংস্করণ

    নবীন যাত্রী
    কলমে-সাউদার রাতিব

    হে নবীন যাত্রী
    এগিয়ে যাও নতুনের উদ্দেশ্যে
    নতুন সেই গন্তব্যে
    পাড়ি দাও ঙ্গান আহরনে
    নতুন উদ্দ্যমে নতুন আলোতে

    হে নবীন যাত্রী
    ফুটিয়াছি ফুল তোমার জন্য
    যাও মৌ এর ন্যায়
    ফুটন্ত ফুলে মধু আহরণে
    সঞ্চয় করো মধু ভবিষ্যতে জন্য
    ভবিষ্যতে নবীন যাত্রী আগমনে

    হে নবীন যাত্রী
    পাড়ি দাও অথৈই সমুদ্রে
    আসিবে ঝড় উঠিবে তুফান
    করিওনা ভয় মনে রাখিবে বিশ্বাস
    কাঙ্খিত সাফল্য তোমার দ্বারে

    হে নবীন যাত্রী
    শুরু করো যাত্রা
    দেখিবে অনেক পথ
    বাছিয়া লও তোমার কাঙ্খিত সেই পথ
    যে পথে সাফল্য লুকিয়ে আছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ