• Uncategorized

    চিন্তা চেতনা-সানী মুফতি

      প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ১১:৫১:৫১ প্রিন্ট সংস্করণ

    চিন্তা চেতনা

    লেখকঃ সানী মুফতি

    ধনী ,গরীব আর

    উঁচু-নিচু !

    করার নেই  আজ,

    কারো কিছু!

    সবাই আজ বন্দী !

    প্রকৃতি র সঙ্গে

    নেই কোন সন্ধি!

    মুখোশ পরে

    হচ্ছে বাহির!

    নেই আজ টাকার

    জাহির!

    ক্ষুদ্র এক ভাইরাসের

    কুপোকাত সব !

    ডাকে শুধু রব রব!

    কখন যে পড়বে ধরা !

    টনক নড়েছে এবার

    পরবে মরা!

    কাঁপছে যে বুক ,

    করছে ধুক ধুক!

    ভুলে গেছে সুখ!

    মানবের এখন

    বড় দুঃখ!

    এসেছে এ কেমন

    অসুখ?

    দূর হবে কি

    এ রোগ !

    পথ চেয়ে আছে,

    এ চোখ !

    দূর হোক এ দুর্ভোগ!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ