• Uncategorized

    নতুন কারিকুলামে অসংগতি দূরীকরণ,পাঠ্য পুস্তক সংশোধনের দাবিতে বরিশালে মানববন্ধন 

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৪ , ৯:৪১:১৯ প্রিন্ট সংস্করণ

     

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি –

    আজ ২৫ জানুয়ারি ২০২৪,রোজ বৃহস্পতিবার, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে নতুন কারিকুলামে অসংগতি দূরীকরণ, পাঠ্য পুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব কে স্বপদে পুনর্বহালের দাবিতে বিকাল ৩:০০ ঘটিকায় মহানগরের টাউন হল চত্বরে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ লোকমান হাকিম।

    উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম চরমোনাই সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতি নিজাম উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলার সিনিয়র সহ- সভাপতি অধ্যক্ষ মাও. মো. গোলাম রাব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা কাউসারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মাওলানা মোঃ সানাউল্লাহ, শিক্ষক নেতা মোঃ আহসান হাবিব,নগর ইশা ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা প্রচলিত শিক্ষা কারিকুলামকে বাস্তবসম্মত সংশোধন, ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় দূরীকরণ হিজড়াদের অধিকারের নামে ট্রান্সজেন্ডার কে প্রমোট করা বন্ধ ও ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক জনাব আসিফ মাহতাব স্যারকে স্বপদে পুনর্বহালের দাবি করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ