• গণমাধ্যম

    দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সৈয়দপুর

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ৬:৩৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    সৈয়দপুর বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলেছে। এরই মধ্যে বিমানবন্দরের রানওয়ের উন্নয়নে ১১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ২১০ মিলিমিটার পুরুত্বে অ্যাসফল্ট কংক্রিট ওভার-লেককরণ করা হবে।

    বিমানবন্দরগুলোর এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং (এজিএল) সিস্টেমের আপগ্রেডেশন, রানওয়ে সাইড-স্ট্রিপসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পর্যাপ্ত ধারণক্ষমতা সম্পন্ন একটি করে আধুনিক অগ্নিনির্বাপক গাড়ি কেনা হবে।

    প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মুঠোফোনে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি বিমান ও পর্যটন মস্ত্রনালয়ের উপ- সচিব (পরিকল্পনা) লুবনা ইয়াসমিন। তিনি আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হলে ভারত, ভুটান, নেপাল, চীনের মধ্যে পণ্য আনা নেওয়া পর্যটন ও বাণিজ্য বিকাশে বিমানবন্দরটি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ