• রাজশাহী বিভাগ

    তানোরে সরনজাই ইউপিতে চেয়ারম্যান পদে মোজাম্মের হক খান বেসরকারি ভাবে নির্বাচিত

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২২ , ৩:২৫:২৫ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি :

    রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপিতে ৯৫ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক খান। তিনি চশমা প্রতিকে ভোট পেয়েছেন ২হাজার ৩শ’ ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী অপর বিএনপি নেতা মতিউর রহমান আনারস প্রতিকে ভোট পেয়েছেন ২হাজার ২শ’ ৯৯ ভোট। আ’ লীগ সমর্থিত মটরসাইকেল প্রতিকের প্রার্থী সাইদুর রহমান সাইদ পেয়েছেন ১হাজার ৭শ’ ৪২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের প্রার্থী শাফিউল ইসলাম ভোট পেয়েছেন ২শ’ ৩২ ভোট।

    তানোর উপজেলা নির্বাচন অফিসার ও সরনজাই ইউপি নির্বাচনের নিটার্নিং কর্মকর্তা মোলাম মোস্তফা সকল কেন্দ্রের ফলাফল যোগ করে চশমা প্রতিকের প্রার্থী মোজাম্মেল হখ খান ৯৫ ভোট বেশী পাওয়ায় বেসরকারী ভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন। সরনজাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক খান দৈনিক আলোকিত ৭১ সংবাদ কে বলেন, এ বিজয় জনগনের বিজয়। তিনি জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে সকল উন্নয়ন কাজ করে সরনজাই ইউপিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ