• আন্তর্জাতিক

    তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৪ , ৯:১৭:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    “নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ভিশন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    তানোর উপজেলা (দায়িত্বপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আবিদা সিফাতের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নারী নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,আরো উপস্থিত ছিলেন তানোর ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল জেমস্ কস্তা প্রমূখ।নারীরা এখন পরিবারের বোঝা নয়।

    তানোর উপজেলা (দায়িত্বপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আবিদা সিফাত বলেন বাংলাদেশ সরকার দেশের আর্থিক উন্নয়নের জন্য নারীদের মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং সহযোগিতা করে চলেছে।নারীদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্র্যাকের পল্লী সমাজের সদস্য,কিশোরী ক্লাবের সদস্য,সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিপুল সংখ্যক নারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ