• দুর্ঘটনা

    ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া গোলচত্বরে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চালকসহ আহত-২

      প্রতিনিধি ৪ মার্চ ২০২২ , ১২:০৩:২২ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম-শ্রীনগর( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

    ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের মাওয়া চৌরাস্তার গোলচত্বরে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চালকসহ ২জন আহত হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে অর্থ্যাৎ ৩ মার্চ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া চৌরাস্তার গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চালক আবুল কালাম আজাদ(৩৯) ও আরোহী রবিউল আউয়াল(৩৫)কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে চালক আবুল কালাম আজাদের ডান পা ভেঙ্গে যাওয়ায় কর্তব্যরত ডাঃ তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। চালক আবুল কালাম আজাদ(৩৯) ভোলা সদর উপজেলা বালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং আরোহী রবিউল আউয়াল ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আব্দুস সামাদের ছেলে।

    ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, মোটর সাইকেল নং ঢাকা মেট্রো ল-৪৩-৪৭২০ এর চালক চালক আবুল কালাম আজাদ আরোহী রবিউল আউয়ালকে নিয়ে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থল মাওয়া চৌরাসাস্তার গোলচত্বরে পৌছে অসাবধানতা বশতঃ মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে চালক আবুল কালাম আজাদের ডান পা ভেঙ্গে যায় ও আরোহী রবিউল আউয়াল গুরুত্বর জখম প্রাপ্ত হয় এবং মোটর সাইকেলটি ভেঙ্গে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, চালকের অসাবধানতা বশতঃ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ